আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন-২০২৩

এস ও এস হারম্যান মেইনার কলেজ ঢাকা যথাযথ মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৮:৩০ ঘটিকায় প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মাননীয় উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে।

এরপর মাননীয় উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

হেলমুট কুটিন অডিটোরিয়ামে সকাল ৮:৫০ ঘটিকায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের ১ম পর্ব আলোচনা অনুষ্ঠান শুরু হয়। নবম ও দশম শ্রেণির দুজন শিক্ষার্থী তাদের বক্তব্যের মাধ্যমে মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে। এরপর দুজন সম্মানিত শিক্ষক মাতৃভাষার ইতিহাস, মাতৃভাষা চর্চার গুরুত্ব, মাতৃভাষার জন্য শহিদদের আত্মত্যাগ ও ভালোবাসার কথা ব্যক্ত করেন।

সকাল ৯:১৫ ঘটিকায় মাননীয় উপাধ্যক্ষ তাঁর মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদেরকে মনেপ্রাণে বাংলাভাষা ও সংস্কৃতিকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর আহবান জানান। ৯:২৫ ঘটিকায় আলোচনা পর্ব শেষ হয়।


সকাল ৯:২৫ ঘটিকায় অনুষ্ঠানের ২য় পর্ব সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীরা কবিতা এবং সঙ্গীতে ভাষা শহিদদের স্মরণ করে। সকাল ১০:০০ ঘটিকায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।